জানুয়ারী,১৭,২০২১
সমীর দাস,সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখানে যৌতুকের জন্য বেদম প্রহার করে ৩বছরের ছেলে সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে মুন্সীগঞ্জ কোর্টে নারীও শিশু নির্যাতন আইনে মামলা করেছে রানী আক্তার (২৫) নামের এক গৃহবধু।
ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামে গত শ্রক্রবার বেলা ৩টার সময়।
অভিযোগ সূত্রে জানাযায়, চাইনপাড়া গ্রামের জব্বর হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার একজন ড্রেজার ব্যবসায়ী। সে সব সময় তার স্ত্রী রানী আক্তারকে যৌতুকের জন্য মারধর করে থাকে।
ঘটনার কয়েকদিন আগে ড্রেজার মালিক আনোয়ার তার স্ত্রীকে টাকার জন্য চাপ দিলে সে বাবার কাছ থেকে একলক্ষ টাকা এনে দেয় স্বামী আনোয়ারকে।
ঘটনার দিন সকালে আবার তাকে বাবার বাড়ি থেকে ২ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করিলে স্ত্রী রানী আক্তার অস্বীকার করায় তাকে বেদম প্রহার করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
নিরুপায় হয়ে অসহায় গৃহবধু রানী আক্তার মুন্সীগঞ্জ কোর্টে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন তার স্বামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।
www.bbcsangbad24.com