জানুয়ারী,১৮,২০২১
শাহজাহান খান,শ্রীনগর(মুন্সীগঞ্জ):
শ্রীনগরে অগ্নিকান্ডে ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বালাশুর বানিয়াবাড়ি এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের ইতালি প্রবাসী আসলাম বেপারী ও পাশের নুরু মাদবরের বসত ঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছানোর আগেই ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় আসলাম বেপারীর পাসপোর্ট সহ ঘরে রক্ষিত মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৈদ্যুতিক গোলযোগের কারনে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
www.bbcsangbad24.com