জানুয়ারী,২০,২০২১
গজারিয়া,(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
গজারিয়া উপজেলায় ওয়ারেন্টের ভুক্ত ১০ জন আসামীকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গজারিয়া থানার এসআই মাইন উদ্দিন, এসআই মোঃ শাহ মোয়াজ্জেম, এসআই মোঃ জামাল উদ্দিন, এসআই রাসেল মিয়া, এএসআই মোঃ ওমর ফারুক, এএসআই বাদল চন্দ্র দাস, এএসআই মোঃ সুমন সরকার, এএসআই নিজাম উদ্দিন, এএসআই নুর আলম ও এএসআই আমিনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে জিআর ও সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী (১) সাব্বিার, পিতা-মোতালেব, (২) ইসমাল মিয়া, পিতা-আবুল কালাম, (৩) ছাত্তার, পিতা-আঃ রহিম, (৪) জাহিদুল ইসলাম রুবেল, পিতা-কফিল, (৫) মিতু আক্তার, স্বামী-গাফ্ফার, (৬) রানী বেগম, স্বামী-আঃ রহিম, (৭) রাকিব, পিতা-বজলু, (৮) জসিম মিঝি, পিতা-জালাল উদ্দিন, (৯) রোকেয়া বেগম, স্বামী-জসিম মিঝি, (১০) পারভীন, স্বামী-দুলালসহ ১০ জন আসামীকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেন গজারিয়া থানার ওসি মোঃ রইছ উদ্দিন। ওয়ারেন্ট ভুক্ত ১০ আসামী প্রত্যেককে মুন্সীগঞ্জ জেলহাজতে পাঠানোর হয়েছে বলে নিশ্চিত করেছেন গজারিয়া থানার ওসি মোঃ রইছ উদ্দিন ।
www.bbcsangbad24.com