নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ সদর পঞ্চসার ইউনিয়নে ২২২টি পরিবারের মাঝে
(ভিজিডি) খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ ফেরুয়ারী) দুপুরে পঞ্চসার ইউনিয়ন পরিষদ ভবনে এ খাদ্যশস্য বিতরণ করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর মুন্সিগঞ্জের আয়োজনে প্রধান অতিথি হিসেবে খাদ্যশস্য বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সরকার ঢাকা বিভাগের (যগ্ম-সচিব) পরিচালক ড. মো. আমিনর রহমান এনডিসি।
এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ স্থানীর সরকার শাখার উপ-পরিচালক এস এম শফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপল। পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার অফিসার আলেয়া ফেরদৌসির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন (ভিজিডি) চাল বিতরণ ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জাহাঙ্গীর আলম, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মোবাশ্বের খন্দকার, আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসল কবির।
এ সময় পঞ্চসার ইউনিয়নের ২২২ জন মহিলার মাঝে চাল বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ভিজিডি কর্মসচির আওতায় মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রতি মাসে ১৩২২ জন দুঃস্থ মহিলাকে বিনামল্যে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।