পঞ্চসারের ইউপি চেয়ারম্যান মোস্তফার কারখানায় র্যাবের অভিযান
১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ পাঁচ শ্রমিক কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এলাকায় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার কারখানা থেকে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন র্যাব। বুধবার সাড়ে ৮ টার দিকে পঞ্চসারের সাওবান ফাইবার ইন্ডা. লিমিটেড আইরন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রিট অভিযান পরিচালনা করে ১ কোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। এসময় ৫ জন শ্রমিককে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু। বিনাশ্রমে কারাদন্ড প্রাপ্তরা হলেন, কারখানার শ্রমিক আবুল কাসেম, মো. আলম, মো. বেলাল, মো. শফিকুল ইসলাম ও মো. আতাউর।
র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ৮ টা প্রায় দুই ঘন্ট অভিযান চালিয়ে ৩৫ কোটি টাকার মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করি। সে সাথে কারখানার পাঁচ শ্রমিককে বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের ১৯৫০ সালের আইনুয়াযী এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ র্যাবের কোম্পানির কমান্ডার (সিপিএসসি) জসিম উদ্দিন চৌধুরির, মুন্সিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আলিম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতান সহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ২৩ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তাফার কারখানায় মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে ১ কোটি ৯৭ লাক মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। বার বার কারখানায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করলেও কারখানার মালিক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।