বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ১১/০৩/২০২১বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক । কর্মশালায় শিক্ষক ,সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন । কর্ম শালায় জানানো হয় প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া ১৬ হাজার শিশুকে প্রাথমিক শিক্ষার আদলে পাঠ দান করানো হবে । জেলার ৪টি উপজেলায় এই কার্যক্রম চলবে যা শেষ হবে আগামী ২০২৩ সালে । প্রতিটি উপজেলায় সত্তরটি কেন্দ্রে প্রতিটি কেন্দ্রে ৩০জন করে শিক্ষার্থীকে পাঠ দান করানো হবে বলে জানা গেছে।