নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপে মিরকাদিম পৌরসভা নির্বাচনে বিজয়ী মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার বিকেল দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনির্বাচিত মেয়র হাজী আবদুস ছালামকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। পরে মিরকাদিম পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডে তিনজন নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডে নয়জন কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এসময় মিরকাদিম পৌরসভার মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর উন্নত ও আধুনিক ডিজিটার পৌরসভা রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. মনছুর আহমেদ কালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ম. মনিরুজ্জামান শরীফ ও স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্ীরা উপস্থিত ছিলেন।
শপথ শেষে মিরকাদিম পৌরসভার নতুন পরিষদের মেয়র হাজী আবদুস ছালাম ও কাউন্সিলরগণ ঢাকা ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।