মো. নাজমুল হাসান পিন্টু
টঙ্গীবাড়ির বালিগাঁও বাজার সিটি ব্যাংক আউটলেট শাখার উদ্দ্যোগে বিসমিল্লাহ্ প্লাজার ব্যাসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল দিকে বালিগাঁও বাজার সিটি ব্যাংক আউটলেট এজেন্ট শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিটি ব্যাংক বালিগাঁও আউটলেটের এজেন্ট ম্যানেজার মো. ফরমান দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি ব্যাংক আউটলেট’র নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ এড়িয়া ম্যানেজার মো, কাউসার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক আউটলেট নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ’র পেরিটরি অফিসার মো. হাবিব হোসেন ও আরো উপস্থিত ছিলেন বালিগাঁও বাজার বিসমিল্লাহ্ প্লাজার সকল ব্যাবসায়ীবৃন্দ সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিটি ব্যাংক আউটলেট এর নারায়নঞ্জ-মুন্সীগঞ্জ এড়িয়া ম্যানেজার মো. কাউসার হোসেন সিটি ব্যাংকে কিভাবে একজন গ্রাহক তার প্রাপ্য সেবা পেতে পারেন সেই সম্পর্কিত বিষয়েও আলোচনা করেন এবং ব্যাবসায়ীদের পাশে সিটি ব্যাংক আছে বলে প্রতিশ্রুতি দেন।
সভাপতির বক্তব্যে সিটি ব্যাংক বালিগাঁও আউটলেট শাখার এজেন্ট ম্যানেজার মো. ফরমান দেওয়ান বলেন, সিটি ব্যাংক আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনাদের মাঝে গ্রাম-গঞ্জে গ্রাহক সেবা পৌছে দিতেই সিটি ব্যাংক আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনাদের সকলের ঐক্য প্রচেষ্টায় আমরা এগিয়ে যাবো এবং আপনাদের চাওয়া পাওয়া আমরা সিটি ব্যাংক মাধ্যমে পুরন করার চেষ্টা করবো।