রাজবাড়ী: রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে মিনি পিকআপভ্যান ও মাহেন্দ্রর সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে সদরের চরলক্ষীপুর মৃদ্ধা কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় আহতরা সবাই মহেন্দ্রর যাত্রী ছিলেন। আহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে প্রাথমিকভাবে তদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রতক্ষ্যদর্শী জুয়েল সরদার জানান, সকালে রাজবাড়ীর মুরগীফার্ম মোড় থেকে কুষ্টিয়ার দিকে যাওয়া একটি পিকআপভ্যান ও কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে যাওয়া একটি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। মৃদ্ধা কলেজ মোড়ে হওয়া এ সংঘর্ষে মাহেন্দ্রর যাত্রীরা আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পৌঁছে মাহেন্দ্র ও পিকআপটি জব্দ করা হয়েছে। তবে পিকআপের চালক ও হেলপার পলিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রকিয়াধীন।