মুন্সীগঞ্জের গজারিয়ার চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

শরীফ হোসাইন-
 মুন্সীগঞ্জের গজারিয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর জান্নাত হত্যা মামলার মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের যৌথ সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এলাকা থেকে মামলার অন্যতম প্রধান আসামি তাসবীর রাঢ়ী (২২) কে গ্রেপ্তার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই মামলার আরও দুই আসামি—শাহিন রাঢ়ী ও তার স্ত্রী তাছলিমা বেগম (৫২) কে গ্রেফতার করা হয়। উভয়ের বাড়ি গজারিয়া উপজেলার নয়ানগর এলাকায়।

উল্লেখ্য, এ ঘটনায় গজারিয়া থানায় মামলা নং-১৪, তারিখ ২০/১২/২০২৫ খ্রি., ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *