মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত

আতিকুর রহমান টিপু, মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায়  মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায়  আবদুল্লাহ(১৮) নামের এক মোটরসাইকেল চালকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি দ্রুতগতির মোটরসাইকেল  রাস্তা পার হওয়ার সময়ে মো. ফজল শেখকে সজোরে ধাক্কা দেয়। উক্ত সময়ে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত মো. ফজল শেখ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানা যায়। পরবর্তীতে নিহতের মরদেহ টঙ্গীবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, মোটরসাইকেল চালককে হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *